প্রথমবারের মতো পডকাস্টে চিত্রনায়ক আলমগীর

বিনোদন ডেস্ক:
বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদান রেখে চলেছেন তিনি। এবার প্রথমবারের মতো পডকাস্টের মাধ্যমে নিজের জীবন ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি।

‘আমি আলমগীর’ শীর্ষক পডকাস্টটির সৌজন্যে এই তারকার বিভিন্ন বিষয়ে আরও বেশি জানার সুযোগ পাবেন দর্শক।

আলমগীরের জীবনের প্রতি মুহূর্তের গল্প, তার চলচ্চিত্রের সফলতা, সংগ্রাম, আনন্দ ও দুঃখ- সবই তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, পডকাস্টে তিনি তার সিনেমার পরিচালকদের নিয়ে বিশেষ স্মৃতিচারণ করেছেন। দীর্ঘদিন ধরে আলমগীরের সফল ক্যারিয়ার গঠনে যাদের ভূমিকা ছিল, তাদের প্রতি তার শ্রদ্ধার কথা তিনি তুলে ধরেছেন।

আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাঁদের নেতৃত্বে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু অর্জন করেছি। তাই, আমি প্রথমেই আমার এই ক্যাপ্টেনদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’

এখানে আলমগীরের কথা বলবেন কেবলমাত্র একজন অভিনেতা হিসেবেই নয়, বরং একজন সফল পরিচালক আলমগীরের অজানা কথাও জানা যাবে। বেশ কিছু সিনেমা নির্মাণ করে আলমগীর সাফল্যে ভেসেছেন। সেইসব নির্মাণের স্মৃতিকথা বলবেন তিনি।

‘আমি আলমগীর’ শিরোনামের এই বিশেষ পডকাস্টটি ৯ ফেব্রুয়ারি প্রচারিত হবে আইজ অন ফেসবুক পেজ এবং আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, সিনেমার জগতে আলমগীরের যাত্রা শুরু হয়েছিল ১৯৭২ সালে। তারপর থেকে তিনি একে একে বিভিন্ন সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত অনেক চলচ্চিত্রই ঢালিউডের ইতিহাসে অমর হয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধ৪ বোন ২ ভাই, বাবার জমি পপির চাই
পরবর্তী নিবন্ধনতুন ভোটার যুক্ত হচ্ছেন ৫০ লাখ : আখতার আহমেদ