পপুলার২৪নিউজ ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক৷ সংস্কৃতি বলুন, ভাষাগত বলুন- বিভিন্নভাবে আমরা ভারতের সঙ্গে সম্পৃক্ত৷
এ অবস্থায় নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ধন্যবাদ দিয়েছেন৷ তার দেশ সফরের আমন্ত্রণ জনিয়েছেন৷ আমি বন্ধুত্বের কারণে একটি সিদ্ধান্ত নিয়েছি- আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম সফরে ভারতে যাব।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নতুন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য ও পানি নিয়ে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। এগুলো প্রতিবেশী দেশের মধ্যে থাকে৷ কিন্তু যদি মন উদার থাকে, মন ঠিক থাকে, সম্পর্ক যদি মধুর থাকে, তা হলে সব সমস্যা আপনাতেই শেষ হয়৷
আমি প্রায়ই বলে থাকি- আপনার বউয়ের সঙ্গে যদি সম্পর্ক মধুর থাকে, আপনার ছোটখাটো সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে৷ আর সম্পর্ক যদি তিক্ত হয়, তা হলে ছোট অসুবিধাটাও বড় আকারে দেখা দেয়৷
আমাদের ৫৪টা নদী৷ তিস্তা নিয়ে আমাদের মধ্যে অনেক আলাপ-আলোচনা হয়েছে৷ একপর্যায়ে এটির সমাধানের পথ মোটামুটিভাবে নির্ধারিত হয়েছিল৷ ওদেরও অসুবিধা আছে৷ আমাদেরও অসুবিধা আছে৷
আমরা ইউএন-এতে একটি সিদ্ধান্ত নিয়েছি যে, অঞ্চলের অববাহিকায় যারা থাকে, তাদের মঙ্গলের জন্য এই ওয়াটার শেয়ারিং হবে৷ আমার বিশ্বাস- এটি ওরাও যেমন চিন্তাভাবনা করছে, আমরাও চিন্তা করছি৷ এগুলো সমস্যা আর সমস্যা থাকবে না৷