প্রথম বলে বোল্ড করলেন সাইফউদ্দীন

 পপুলার২৪নিউজ  প্রতিবেদক:

ইনিংসের প্রথম ডেলিভারি। আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ বলটা ডিফেন্সই করেছিলেন। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন এমনই আনপ্লেয়বল এক ডেলিভারি দিলেন, ডিফেন্ড করেও উইকেটটা ধরে রাখতে পারলেন না আফগান ওপেনার।

সাইফউদ্দীনের আউটসুইং ডেলিভারিটি উইকেটে লেগে স্ট্যাম্প কয়েক চক্কর ঘুরতে ঘুরতে বাতাসে ভাসতে থাকে। আসলেই চোখ ধাঁধিয়ে দেয়ার মতো এক ডেলিভারি।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। শুরুতেই তারা পড়েছে চাপে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেটে তুলেছে ৩ রান। তারাকাই ৩ আর হজরতউল্লাহ জাজাই শূন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, নাজিব তারকাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত এবং ফরিদ মালিক।

পূর্ববর্তী নিবন্ধ‘এনআরসি নিয়ে উদ্বেগ থাকলেও ভারতকে বিশ্বাস করতে চাই’  
পরবর্তী নিবন্ধ হাসিনা-মোদির বৈঠক ৫ অক্টোবর