গরুর মাংস ইস্যুতে একদিকে যখন ভারতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চূড়ান্ত উত্তেজনা, তার মধ্যেই গোমাংস নিয়ে মন্তব্য করে শিরোনামে এলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। বললেন, ‘যার ইচ্ছা সেই গোমাংস খেতে পারে। ’
ভারতের সামাজিক ন্যয়বিচারমন্ত্রী রামদাস আঠাওয়ালে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রত্যেকেরই গরুর মাংস খাওয়ার অধিকার রয়েছে। তবে গোরক্ষকের নামে নর-ভক্ষক হওয়ার অধিকার নেই বলে জানিয়েছেন তিনি।
এ মন্ত্রী বলেন, ‘প্রত্যেকে কি খাবে না খাবে সেটা ঠিক করার অধিকার রয়েছে। কেউ যদি গোমাংস খেতে চায়, খেতেই পারে। আজকাল গোরক্ষকেরা গোরিক্ষার নামে মাংস নিয়ে গেলেই গাড়ি থামিয়ে মারধর করছে। এর ফলে অনেক নিরপরাধ মানুষ মার খাচ্ছে। এই বিষয়টা তাই মোটেই এড়িয়ে যাওয়া যায় না। ’
মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এইসব কাজকর্ম চলছে বলেও তিনি মন্তব্য করেন। এর পেছনে বিরোধীদের মদত রয়েছে বলেও দাবি করেন তিনি।