পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশের সব নাগরিককে রাষ্ট্রনির্মাণকারী বলে অভিহিত করেছেন ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তিনি বলেছেন, ‘ছোট ছোট কাজ, যা আমরা প্রতিদিন করি, তা নিয়ে আমরা গর্বিত। যে কৃষক মাঠে ফসল ফলান, তিনিও রাষ্ট্রনির্মাতা। যিনি বৈজ্ঞানিক, আবিষ্কার করেন, তিনিও রাষ্ট্রনির্মাতা। শিক্ষক, ট্রাফিক পুলিশ, গৃহবধূ থেকে শুরু করে প্রত্যেকে রাষ্ট্রনির্মাতা।’
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে সংসদ ভবনের সেন্ট্রাল হলে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ শেষে ভাষণে কোবিন্দ এসব কথা বলেন।
রামনাথ কোবিন্দ বলেন, ‘আমাদের এমন এক ভারত গড়ে তুলতে হবে, যা বিশ্বকে আর্থিক নেতৃত্ব দেবে। নৈতিক আদর্শও প্রতিষ্ঠা করবে।’
তিনি বলেন, ‘এই দেশে বিভিন্ন ভাষা, ধর্ম, বর্ণ, রয়েছে। আমরা একে অন্যের থেকে আলাদা। কিন্তু সবাই এক। ঐক্য থাকলেই সামনে এগিয়ে যাওয়া যায়।’
নতুন রাষ্ট্রপতি আরও বলেন, ‘ভারতের মাটি, পানি ও সংস্কৃতি নিয়ে আমরা গর্বিত। দেশের প্রত্যেক নাগরিককে নিয়ে গর্বিত।’
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ রাজ্য সভার চেয়ারম্যান, লোক সভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও প্রত্যেক সাংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।