পপুলার২৪নিউজ ডেস্ক:
পাশেই পোড়া তেলের কালো আবরণে ঢেকে যাওয়া দেয়ালচিত্র। সেটিকে সেভাবেই রেখে দেওয়া হয়েছে প্রতিবাদের চিহ্ন হিসেবে। আর নতুন দেয়ালে নতুন রঙে নতুন চিত্র আঁকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বিকেল থেকেই নগরের বাদশা মিয়া সড়কে ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা নতুন দেয়ালচিত্র আঁকায় ব্যস্ত। তাঁদের রং-তুলির প্রতিটি আঁচড়ে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ। নতুনকে বরণের প্রস্তুতি। দেয়ালচিত্র আঁকার পাশাপাশি মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন চিত্রকর্মের প্রস্তুতি চলছে।
নতুন রঙে নতুন দেয়ালে চিত্র আঁকার ছবি ফেসবুকে পোস্ট করে রুহিন কাইফার নামের একজন লিখেছেন, ‘আবার এঁকেছি। পারলে এসে আবার পেট্রল ঢালেন। কাজ চলবেই।’
হাসান মুরাদ নামের একজন নতুন দেয়ালচিত্র আঁকার ভিডিও পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘থেমে নেই চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে চলছে দেয়ালচিত্র তৈরির কাজ। যত আঘাত করবে, ততই দৃঢ় হবে আমাদের চেতনা।’
গতকালের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করবেন। বিকেলে নগরের চেরাগী পাহাড়ের মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।
চারুকলা ইনস্টিটিউটটি চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের অবস্থিত। ইনস্টিটিউট ভবনের উল্টোদিকের সড়কের পাশের বাংলার লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তোলা দেয়ালচিত্রে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢেলে দেওয়া হয় পোড়া তেল (মবিল)। বর্ণিল দেয়াল চিত্রের অনেকটা অংশ ঢেকে গেছে কালো আবরণে। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর থেকেই সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যেই কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা।
চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী বলেন, নববর্ষ উপলক্ষে দেয়ালচিত্র আঁকার কাজ চলছে। আগামীকাল মঙ্গল শোভাযাত্রা বের হবে।