প্রতিটি গির্জা সিসিটিভির আওতায়:ডিএমপি কমিশনার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রতিটি এলাকার গির্জা সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শুভ বড়দিন কেন্দ্র করে ঢাকা শহরে নিরবচ্ছিন্ন সুদৃঢ় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। ঢাকা মহানগরে ৬৫টি গির্জায় প্রার্থনা হচ্ছে।

আছাদুজ্জামান বলেন, প্রতিটি গির্জা ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং তল্লাশি গেট (আর্চওয়ে) স্থাপন করা হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর বড়দিন। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। সারা দিন আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করছেন।

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চার নারী ধর্ষণ: ‘আংশিক’ ব্যর্থতা স্বীকার করল পুলিশ
পরবর্তী নিবন্ধ‘খালেদা জিয়া সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের উপহাস করেছে’