ভিড়ের মধ্য থেকে উদ্ধারের নামে পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রকাশ্যে এক নারী পুলিশকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে এ ঘটনা ঘটেছে। খবর জি নিউজের। ওই নারী পুলিশের বুকে হাত দেওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযুক্ত পুলিশ অফিসারের নাম জয়ারাম। তিনি পুলিশের সহকারী কমিশনার (এসি) পদে কর্মরত।
ভিডিওতে দেখা যায়, ওই নারী পুলিশ ভিড়ের মধ্যে আটকে পড়েছেন। সেখান থেকে তাকে বের করে আনার ছলে তার শরীরে অশালীনভাবে স্পর্শ করছেন এসি জয়ারাম। ওই মহিলা পুলিশ কর্মী আপ্রাণ চেষ্টা করছেন সিনিয়রের হাত সরিয়ে দেয়ার জন্য। কিন্তু ভিড়ের মধ্যে ব্যর্থ হচ্ছেন তিনিও। আর তারই সুযোগ নিচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, মেডিকেলে ভর্তি হতে না পেরে কোয়েম্বাটুর শহরে অনীতা নামের এক ছাত্রী আত্মহত্যা করে। গত সোমবার এর প্রতিবাদে শহরে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। পুলিশ বিক্ষোভকারীদের বাসে ওঠানোর চেষ্টা করছিল। তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিশৃঙ্খলার মাঝে সুযোগ নেন ওই পুলিশ কর্মকর্তা।