পপুলার২৪নিউজ ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কার্যালয়ে চিঠি বোমা বিস্ফোরণে একজন নারী আহত হয়েছে।
বৃহস্পতিবার ওই নারী একটি চিঠির খাম খোলার পরপরই এই বিস্ফোরণ ঘটে। এতে তার তার হাত ও মুখ জখম হয়।
পুলিশ সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই প্যারিসের আর্ক ডি ট্রিয়ম্ফে ভাস্কর্যের নিকটবর্তী আইএমএফের কার্যালয়টি থেকে লোকজন বের করে দেয়া হয়েছে।
যদিও এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া যায়নি, তবে বৃহস্পতিবার একটি গ্রিক কট্টর বামপন্থী দল বার্লিনে অবস্থিত জার্মান অর্থ মন্ত্রণালয়ে একটি পার্সেল বোমা পাঠানোর দাবি করেছে।