ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

শিশুরা খেলার সময় পেঁপে গাছের চারা উপড়ে ফেলা নিয়ে ভাগিনা সায়েদ আলী (৫৫) লাঠির আঘাতে মামা বাবুল মিয়া (৫৭ ) মারা গেছেন।

শুক্রবার সকালে আশুলিয়ার খেজুরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েদ আলীকে আটক করা হয়েছে।

নিহত বাবুল মিয়া দিনাজপুর জেলার কোতোয়ালী থানার মৃত-বদিউজ্জানের ছেলে। সায়েদ আলী আশুলিয়া খেজুরটেক এলাকায় জমি কিনে বাড়ি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খেজুরটেক এলাকায় বাবুল মিয়ার ছেলে রাব্বী (৭) ও নাতনী হৃদয় হোসেন (৫)  সায়েদ আলীর বাসার সামনে খেলা করছিল। এক পর্যায় সায়েদ আলীর একটি পেঁপে গাছের চারা উপড়ে ফেলে হৃদয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাব্বী ও হৃদয়কে মারধর করে সায়েদ আলী। এসময় বাবুল মিয়া এগিয়ে আসলে সায়েদ আলী উত্তেজিত হয়ে তাকেও পেটাতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বাচ্চাদের খেলার সময় একটি পেঁপে চারাগাছ উপড়ে ফেলাকে কেন্দ্র করে সায়েদ আলী লাঠির আঘাতে বাবুল ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় সায়েদ আলীকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই অধিনায়কে বিশ্বাস করি না, তাই পদত্যাগ: ধোনি
পরবর্তী নিবন্ধপ্রেমিকের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা