পুঠিয়ায় নব্য জেএমবির সদস্য অভিযোগে গ্রেপ্তার ৩

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের একটি ছাত্রাবাস থেকে নব্য জেএমবির সদস্য অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃত তিনজনই নিজেড়ের পুঠিয়া উপজেলা ছাত্র শিবিরের নেতা বলে দাবি করেছেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল কাফি (২৮) পুঠিয়া উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বলে নিজেকে দাবি করেছেন। তিনি বাগমারা উপজেলার জামলই গ্রামের আবদুস সালামের ছেলে। অন্য দুইজনের মধ্যে বাগমারার পূর্ব দৌলতপুর গ্রামের আলেফ উদ্দিনের ছেলে সোহেল রানা (২২), পুঠিয়া উপজেলা ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ এবং দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৪) নিজেকে প্রচার সম্পাদক বলে দাবি করেছেন।

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোস্তাফিজুর ও কাফির বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে চারঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় দুপুরের মধ্যেই তাদেরকে আদালতে পাঠানো হয়। এ ছাড়া তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

ওসি সায়েদুর রহমান ভূঁইয়া বলেন, “কাফি নাটোরের এনএস কলেজ, সোহেল রাজশাহী কলেজ এবং মোস্তাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গ্রেপ্তারের পর তারা নিজেদের ছাত্র শিবিরের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

তবে তারা নব্য জেএমবির সদস্য বলে ঢাকা থেকে তথ্য দেওয়া হয়েছে। নব্য জেএমবির এই তিন সদস্য বানেশ্বর বাজারের ফারুক ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে থাকতেন এবং সেখান থেকে নিয়মিত সংগঠনিক কর্মকাণ্ড চালাতেন। সম্প্রতি পুঠিয়ার তাড়াশ গ্রামে এক জেএমবি সদস্যের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায়ও তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ”

 

পূর্ববর্তী নিবন্ধচুলের পেছনে অনিলের ৫০ ঘণ্টা!
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত