পপুলার২৪নিউজ, ফিরোজ মিয়া:
চট্টগ্রামের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে বন্দর নগরীর শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিএসই চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন ও ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের সঙ্গে চট্টগ্রামের শীর্ষ উদ্যোক্তারা আলোচনা করেন । হোটেল রেডিসন এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএসই। খ্যাতিসম্পন্ন শিল্পগ্রুপগুলোকে দেশের পুঁজিবাজারে কীভাবে তালিকাভুক্ত করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছে সিএসই। এছাড়া চট্টগ্রামকে দেশের পুঁজিবাজার তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। সভায় সিএসই চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন পুঁজিবাজার ও বন্ড মার্কেট উন্নতির লক্ষ্যে চট্টগ্রামের ব্যবসায়ীদের অংশগ্রহণ কামনা করেন। বৈঠকে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হুসেইন আকবর আলি, আবুল খায়ের গ্রুপের এমডি আবু সাঈদ চৌধুরী, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী, টিকে এমডি মোহাম্মদ আবুল কালাম, পিএইচপি গ্রুপের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, এস আলম গ্রুপের এমডি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ, মীর গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের এমডি মীর আব্দুস সালাম, ইস্পাহানী গ্রুপের এমডি ও সিএসইর পরিচালক মির্জা সালমান ইস্পাহানী প্রমুখ উপস্থিত ছিলেন।