পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া : দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ঊর্ধ্বমুখী কাঁচাবাজার তবে কিছুটা কমেছে পিয়াজও ব্রয়লার মুরগির দাম। সবজির দাম ৫ থেকে ১০ টাকা করে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে প্রায় সকল ধরনের সবজি। আজ শনিবার রাজধানীর বিভিন্ন বাজারঘুরে এমন তথ্যই জানা গেছে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে দেশের অনেক এলাকা এখনো পানির নিচে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সবজির সরবারাহ কমে যাওয়ার কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুণ ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে। করলা কেজি প্রতি ৭০ টাকা, ঢেঁড়স ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, শিম ১২০ টাকা, ঝিঙা ৭০ টাকা, পোটল ৬০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুর লতি ১০ টাকা বেড়ে ৬০ টাকা, টমেটো ১২০-১৩০ টাকা, কাচা মরিচ প্রতি কেজির দাম ১৬০ থেকে ১৮০ টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৭০, কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রাজধানীর অধিকাংশ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায়। এদিকে ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে বিক্রয় হচ্ছে ১২৫ টাকায় থেকে ১৩০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা পিস।