পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুর্ঘটনাকবলিত শিশুকে বাঁচানোর আকুতি নিয়ে কান্নায় ভেঙ্গে পড়া সেই পুলিশ কনস্টেবল শের আলী প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন। ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে কনস্টেবল শের আলীর হাতে পিপিএম তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জঙ্গি ও সন্ত্রাস দমনে সাহসী অভিযানের স্বীকৃতি পাচ্ছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারও। তিনিও বাংলাদেশ পুলিশ মেডেলের (বিপিএম) জন্য মনোনীত হয়েছেন। রবিবার এ সংক্রান্ত তালিকা সিএমপিতে এসে পৌঁছেছে।
নগর পুলিশের উপ কমিশনার (সদর) ফারুক আহমেদ বলেন, সিএমপি থেকে কমিশনার স্যারসহ চারজন বিপিএম-পিপিএম এর জন্য মনোনীত হয়েছেন। তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। সিএমপি কমিশনার ইকবাল বাহার এবং গোয়েন্দা শাখার কনস্টেবল শের আলীর পাশাপাশি নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, কোতয়ালি থানার ওসি জসীম উদ্দিন ও গোয়েন্দা শাখার আরেক কনস্টেবল হৃদয় মাহমুদ শিকদারও পদকের জন্য মনোনীত হয়েছেন। ফারুক আহমেদ জানিয়েছেন, কিশোরগঞ্জে কর্মদক্ষতার জন্য মোস্তাইন হোসেন পদক পাচ্ছেন। কনস্টেবল হৃদয়ও সম্প্রতি সিএমপিতে বদলি হয়ে এসেছেন।
এদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজাও পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ। গত বছরের ১৪ ডিসেম্বর শের আলীকে পিপিএম পদক দেওয়ার জন্য সুপারিশ করে সদর দপ্তরে চিঠি দেন সিএমপি কমিশনার। পুলিশ কনস্টেবল শের আলী চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিটের উত্তর-দক্ষিণ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত আছেন। তার কনস্টেবল নম্বর ২৫৪৬।