পিএসএল ফাইনালে মাহমুদউল্লার দল

পপুলার২৪নিউজ ডেস্ক:
জয়ের জন্য শেষ তিন বলে পেশোয়ার জালমির প্রয়োজন দুই রান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দরকার ছিল তিন উইকেট। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মোহাম্মদ নেওয়াজের তিন বলে পেশোয়ারের তিন ব্যাটসম্যানই আউট! এক রানের নাটকীয় জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

প্রথমে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৭ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। জবাবে ১৯৯ রানে থামে পেশোয়ার জালমি। জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য পেশোয়ার জালমির হয়ে এই ম্যাচে খেলতে পারেননি দুই দলের বাংলাদেশের তিন ক্রিকেটারের কেউই।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার জালমি। উদ্বোধনী ব্যাটসম্যান লুক রাইট ব্যক্তিগত ১২ রানে আউট হলেও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে উড়ন্ত সূচনা এনে দেন আহমেদ শেহজাদ। ড্যারেন স্যামির বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ৭১ রানের ঝলমলে এক ইনিংস খেলে যান তিনি।

কোয়েটার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন কেভিন পিটারসেন। এছাড়া আনোয়ার আলী ২০ এবং রিলে রুশো এবং সরফরাজ আহমেদ উভয়ের ব্যাট থেকেই আসে ১৭ রান করে। পেশোয়ার জালমির হয়ে তিন উইকেট লাভ করেছেন ওয়াহাব রিয়াজ। হাসান আলী এবং ড্যারেন স্যামি একটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে পেশোয়ার জালমি। দলীয় তিন রানেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। সেখান থেকে দলকে টেনে তুলার দায়িত্ব নেন দাউইদ মালান এবং মোহাম্মদ হাফিজ। ৪৭ বলে সর্বোচ্চ ৭৭ রান করে হাফিজ ও মালান ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে জ্বলে ওঠেন শহিদ আফ্রিদি। ১৩ বলে ৩৪ রান করে অাফ্রিদি দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গেলেও তা আর হতে দেয়নি মোহাম্মদ নেওয়াজের অসাধারণ বোলিং।

তার হ্যাটট্রিকের সৌজন্যেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এদিন ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আহমেদ শেহজাদ। তবে প্রথম কোয়ালিফায়ারে হারলেও আসরের এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ-করাচির লড়াইয়ের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পেশোয়ার জালমি। আগামী ৫ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্টের ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধনকিয়ার ফোন তৈরি হবে ভারতে
পরবর্তী নিবন্ধযান চলাচল স্বাভাবিক করার নির্দেশ হাইকোর্টের