কথায় বলে বাস্তবতা কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর হয়ে থাকে। এই প্রবাদ যে কতটা সত্য তা নতুন করে আবিষ্কার করলেন মিয়ানমারের এক নারী।
গত শনিবার রাতের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে এক রোহিঙ্গা নারীর। সেই রাতে যে বাংলাদেশ-মিয়ানমারের ওয়ালিদং পাহাড়ে গভীর অরণ্যে একটি সন্তানের জন্ম দিয়েছেন সর্বস্ব হারানো এই নারী। মা হওয়ার স্মৃতির সঙ্গে তার রইল ভয় মিশ্রিত এক অদ্ভূত আনন্দও। ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার উখিয়ার প্রধান নদী রেজু মিয়ানমারের ওয়ালিদং পাহাড়ে।গত শুক্রবার রাতে মিয়ানমারে সহিংসতার ঘটনায় রাখাইন রাজ্যে উত্তেজনা সৃষ্টি হলে দলে দলে রোহিঙ্গা চলে আসতে থাকে বাংলাদেশে সীমান্তের দিকে। তাঁদের সাথে চলে আসে মিয়ানমারের মিজ্জাইলিপাড়া এলাকার বাসিন্দা নুর হাকিমের স্ত্রী হাছিনা বেগম(২০)। গত এক বছর পূর্বে নুর হাকিমের সাথে বিয়ে হয় তাঁর। গর্বে আসে নতুন অতিথি। ওই নারী সেনা ও রাখাইনের ভয়ে প্রতিবেশীদের সাথে পাহাড়ে আশ্রয় নিলেও স্বামীর কোন খবর পাননি তিনি।
শনিবার গভীর রাতে হঠাৎ প্রসব যন্ত্রণায় কাতরাতে শুরু করেন হাছিনা বেগম। ২০ মিনিটের প্রসব যন্ত্রণার পর ভূমিষ্ট হয় একটি ফুটফুটে নবজাতক শিশু। তারও একদিন পর রবিবার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি। তাঁর সাথে এখন কেউ নেই শুধুমাত্র এক প্রতিবেশী নারী ছাড়া। সোমবার সকাল ১০টায় তাঁর সাথে দেখা হয় এ প্রতিবেদকের। রেজু আমতলি সীমান্ত এলাকার একটি বাড়িতে ২ দিনের নবজাতককে নিয়ে আশ্রয় নিয়েছে হাছিনা। সুযোগ বুঝে কুতুপালং অথবা বালুখালী ক্যাম্পে চলে যেতে পারে বলে জানান তিনি।
তবে সর্বস্ব ত্যাগ করে দেশ ছেড়ে বিদেশে চলে আসলেও সেই দুঃখ বেদনা ভুলে গেছে তাঁর ভূমিষ্ঠ হওয়া সন্তানের চেহারা দেখে। এখন শুধু স্বামীর চিন্তায় চিন্তিত তিনি। ৪ দিন ধরে তার কোনো খোঁজ নেই। তাঁর আশা স্বামী বেঁচে আছে। ফিরে আসবে তাঁর কাছে। এই প্রত্যাশা নিয়ে নবজাতককে বুকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লে হাছিনা।