পপুলার২৪নিউজ ডেস্ক :
বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ হারতেই পারে। তবে এভাবে হারাটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।
এটা নিয়ে তাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আসল সমস্যা কোথায় হয়েছে, সেটা জানতে হবে। ‘এভাবে মতামত না জানিয়ে, ব্যর্থতার ময়নাতদন্ত না করে প্রধান কোচের ছুটিতে চলে যাওয়া ক্রিকেট ইতিহাসে বিরল। কোচের এমন ব্যবহারের ক্ষুব্ধ বিসিবি সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিসিবি সভাপতি আরও বলেন, ‘প্রধান কোচের মতামত আমাদের জানা দরকার। এই পারফরম্যান্স নিয়ে তার মতামত জানা প্রয়োজন। আমাদের পারফরম্যান্স কেন এমন হলো? তার কি মন্তব্য এই ব্যাপারে? বিষয়গুলো জেনে যত দ্রুত সম্ভব দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা মনে করি, এত দিন বেশিরভাগ ম্যাচেই আমরা বাংলাদেশে খেলেছি। এখন কিন্তু এখন বেশিরভাগ খেলা বাইরে গিয়ে খেলব। চ্যালেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি এখন। ‘