পাবনায় ১২ নারী-পুরুষ অ্যানথ্রাক্স আক্রান্ত

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রোগাক্রান্ত গরুর মাংস খাওয়া ও নাড়াচাড়া করায় পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুরে বিভিন্ন গ্রামের ১২ জন নারী-পুরুষ অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে চিকিৎসার জন্য তাদের ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্ত ব্যক্তিরা হলেন, বিপ্লব (২০), নজরুল (১৪), বকুল (৪৮), সাহজাহান আলী (৩৫), সাইম হোসেন (১১), মন্টু মন্ডল (৫০), ওমর ফারুক (৫০), জোসনা খাতুন (৪৫), সালমা (২৫), সুমী (২৮), রোমেছা (৫০), জাকিয়া (০৮)। এদের সবার বাড়ি পাবনার ভাঙ্গুরা এবং ফরিদপুর উজেলায়।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্তদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের রহিম আলীর একটি ষাঁড় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে বিপ্লব ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের মৃত রিয়াজ মন্ডলের পুত্র মন্টু মন্ডল ওই রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করে।

ওই গরুর মাংস খেয়ে ও নাড়াচাড়া করার কারণে ইতিমধ্যে বেশ কয়েকজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম জানান, গরুর মাংস কাটার কিছু সময় পরই তাদের শরীরের বিভিন্ন স্থান ফুলে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়।

পাবনার সিভিল সার্জন রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, অ্যানথ্রাক্স রোগাক্রান্ত মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদান ও সচেতন থাকতে মাইকিং করার জন্য জরুরি নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঢাকা থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল রোববার ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ইতিয়ারা পারভীন জানান, প্রাথমিকভাবে আক্রান্তদের শরীরের চিহ্ন দেখে অ্যানথ্রাক্স বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীপুরে মুক্তিযোদ্ধাকে মারধর
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ৬৯০১ মে.টন, চুক্তি ১৯০মে.টন