পাবনায় প্রেমিকার বাবাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় সবুজ সেখ নামে এক উন্মত্ত প্রেমিকের ছুরিকাঘাতে কথিত প্রেমিকার বাবা মোয়াজ্জেন শেখ (৪৬) খুন হয়েছেন।

এ ঘটনায় হাসনা বেগম নামে আরও একজন মারাত্মক আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জামাই প্রবাসে থাকায় মোয়াজ্জেম শেখের বড় মেয়ে তার বাড়িতে থাকেন।

পাশের বাড়িতে থাকেন দু:সম্পর্কের আত্মীয় আছান শেখের পুত্র সবুজ হোসেন (২৫)। স্বামী বিদেশে থাকায় মোয়াজ্জেম শেখের মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো সবুজ।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান স্থানীয়রা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। ইতোপূর্বে গ্রাম্য শালিসও হয়েছে।

মঙ্গলবার সকালে সবুজ ওই প্রবাসীর স্ত্রীকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেম শেখ বাধা দেন। উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ ছুরি দিয়ে মোয়াজ্জেম শেখের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় হাসনা বেগম নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন সবুজ। খবর পেয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেড়া মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মোয়াজ্জেন শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নিহত মোয়াজ্জেম শেখের মেয়েকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একইসঙ্গে পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির ঘাতককে গ্রেফতারে করতে সক্ষম হবে পুলিশ।

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবনানীতে ধর্ষণ : প্রতিবেদন দাখিল ২৪ অক্টোবর