পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঘুষ গ্রহণের অভিযোগে পাবনার চাটমোহরে মূলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) মো. মকবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডিত মকবুল হোসেন পাবনা সদরের নওদাপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে।
জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় খারিজ দেয়ার কথা বলে ওই এলাকার হাসান আলী নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন মকবুল হোসেন।
সম্প্রতি সে মূলগ্রাম অফিসে বদলি হয়ে আসলে কাজটি করে দিতে না পারায় টাকা ফেরত চান হাসান আলী। মকবুল হোসেন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে হাসান আলী বিষয়টি এসিল্যান্ড (সহকারি কমিশনার-ভূমি) মো. মিজানুর রহমানকে জানান।
পরে সাক্ষ্য প্রমাণ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে দুপুরে দণ্ডপ্রাপ্ত আসামিকে মকবুলকে পাবনা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।