পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার (২০ ডিসেম্বর) পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ ডিসেম্বর সকালে দুই পক্ষের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে একজন স্বতন্ত্র প্রার্থী নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. মাহবুবুর রহমান বলেন, রবিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, সাধারণ ওয়ার্ড সদস্য) পদের নির্বাচন বাতিলের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। সেই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। ওইদিনই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন।