স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে মাঠে ফেরার লড়াই চলছিল বাংলাদেশ টাইগার্সের স্কিল ক্যাম্পে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতেই হুট করে শরিফুল ইসলামের ডাক পড়লো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার। রাতে তার ফোনে কল করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার কাছেই জানতে পারেন যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে। সোমবার রাতেই দেশ ছাড়ছেন এই পেসার।
নাজমুলের ফোন কলের একদিন পরই আজ সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শরিফুল। হঠাৎ করে টেস্টে ডাক পেলেও তিনি মানসিকভাবে প্রস্তত ছিলেন।
আজ বিকেলে বিমানবন্দরের উদ্দেশে রওনার আগে মিরপুরে সাংবাদিকদের শরিফুল বলেন, ‘কালকে (রোববার) রাতে জেনেছি। মানসিকভাবে প্রস্তুত ছিলাম। পাপন স্যার কল দিয়েছিলেন। গল্প বলতে কিছু নেই, পাপন স্যার কল দিয়ে (ওয়েস্ট ইন্ডিজ যেতে) বললেন, আমি বলেছি জি স্যার যাবো।’
চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শরিফুল। ইনজুরি মুক্ত হওয়ার জন্য গত কয়েকদিন বাংলাদেশ টাইগার্সের স্কিল ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকায় তার যাওয়ার কথা ছিল ২৪ জুন। কিন্তু টেস্ট দলে ডাক পাওয়ায় আগেই যেতে হচ্ছে।
ইনজুরি থেকে সেরে ওঠা শরিফুল জানিয়েছেন, তিনি ফিটনেসের দিক দিয়ে এখন ভালো অবস্থানে আছেন। টেস্ট দলে সুযোগ পেয়ে এই পেসার খুবই রোমাঞ্চিত, ‘অবশ্যই অনেক উত্তেজিত। খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার। তো ইনশাআল্লাহ যাচ্ছি এখন। দেখা যাক যাওয়ার পর কী হয়।’
সেন্ট লুসিয়াতে ২৪ জুন উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের মাটিতে খেলা হবে ডিউক বলে। শরিফুল এই বলে এখনও খেলেননি। তার তর সইছে না ডিউক বলে বোলিং করার জন্য। যাওয়ার আগে জানিয়েছেন, সাফল্য পাওয়ার টোটকাও।
শরিফুল বলেন, ‘অবশ্যই খেলা দেখছি। ওখানে যেটা আমি দেখছি যে, বল জায়গায় করলে সুবিধা। ওদের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও। আমরা চেষ্টা করবো লাইন লেন্থ মেনে বল করার।’