পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পানি সংকটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন নির্বাপণের কাজ।
সোমবার রাত আড়াইটায় আগুন লাগলেও ৮ ঘণ্টা পরেও এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
এই দীর্ঘ সময়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা এক ফায়ার সার্ভিস কর্মী জানান, এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কমপক্ষে ৫০টি ইউনিট দরকার। রয়েছে পানির সমস্যা। পানির অভাবে ঠিকভাবে কাজ করতে পারছি না।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন যেনো পাশের মার্কেটে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন তারা। গুলশান লেক থেকে পানি নেয়া হচ্ছে। যা ঘটনাস্থল থেকে ২০০ ফুটেরও বেশি দুরত্বে।
আগুনে মার্কেটের কয়েকশ’ দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ভবনের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গুলশান-১ এর ডিসিসি মার্কেটটি দুভাগে বিভক্ত। এর একভাগে কাঁচাবাজার রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।