বাড়তি যানবাহনের কারেণ পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির সংখ্যা বেশি থাকলেও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সবই পণ্যবাহী ট্রাক।শুক্রবার সকালে এই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, আজ ভোর থেকেই পারাপারের জন্যে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়ছে।
জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেরামতে রয়েছে আরও দুইটি ফেরি। ফেরি দুইটির চলাচল স্বাভাবিক করতে পারলে যানবাহনের চাপ কিছুটা কমবে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয় বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন না থাকলেও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।