না, কিংস ইলেভেন পাঞ্জাবের শেষ চারে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। টি-টোয়েন্টির মত বোলার পেষণযজ্ঞে যে দল ৭৩ রানে অলআউট হয়ে যায়, সে দলের শেষ চারে যাওয়ার কোনো কারণ নেই। হয়েছেও তাই। ৯ উইকেটের বড় জয় নিয়ে শেষ চার নিশ্চিত করল রাইজিং পুনে সুপারজায়ান্ট। শেষ চারে তাদের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স।
টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়ে এতটুকুও ভুল করেননি পুনে অধিনায়ক স্টিভেন স্মিথ। ইনিংসে প্রথম বলেই উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঞ্জাব। সর্বোচ্চ ২২ রান করেছেন গ্লেন ম্যক্সওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ঋদ্ধিমান সাহার ১৩ রান। ৭ ব্যাটসম্যান দুই অংকে পৌঁছতেই পারেননি। পুনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি উপহার দেন আজিঙ্কা রাহানে এবং রাহুল ত্রিপাঠি। ব্যক্তিগত ২৮ রানে রাহুলকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। কিন্তু এটাই প্রথম এবং এটাই শেষ। অধিনায়ক স্টিভেন স্মিথ (১৫*) রাহানেকে (৩৪*) নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ চার নিশ্চিত করা অপর দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।