পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে চমক দেখালেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। মাত্র ৮৮ বলেই দুর্দান্ত এই শতক হাঁকান এই বাংলাদেশি ডিপেন্ডাবল ও টপ অর্ডার ব্যাটসম্যান
৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে নিজের ঝুলিতে শতক পূরণ করেন তামিম। ৩৪তম ওভারে লেগস্পিনার শাদাব খানের বলে জুনায়েদ খানের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ১০২ রানে মাঠ ছাড়েন তামিম। /
বার্মিংহামের এজবাস্টনে শনিবারের (২৭ মে) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২৭ রানে আউট হন সৌম্য সরকার (১৯)। এরপর সাবলীল ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ইমরুল কায়েসের সঙ্গে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন তামিম। ইমরুলের ব্যাট থেকে আসে ৬১। আগামী ৩০ মে (মঙ্গলবার) লন্ডনের কেনিংটন ওভালে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই গ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে মোকাবেলা করবে মাশরাফির দল।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ইংল্যান্ডে ফেরে টিম বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থান নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা।