পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা এবং পদত্যাগের পর এবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শাহবাজ শরীফের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার পাকিস্তানের পদ্যত্যাগকারী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতাসীন দলটির সংসদ সদস্যদের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন। মিটিংয়ে প্রায় চার ঘণ্টা ধরে আলোচনার পর পাকিস্তানের পরবর্তী প্রধানম্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান হওয়ার সূত্রে নওয়াজ শরীফ তার উত্তরসূরী হিসেবে একজনকে মনোনীত করেন। নওয়াজ শরীফের দল পাকিস্তানের পার্লামেন্টে বিশাল সংখ্যাগরিষ্ঠতার অধিকারী হওয়ায় তার সভাপতির মনোনীত প্রার্থীর ব্যাপারে সরাসরি ভোটাভুটি হবে পার্লামেন্টে। তবে সেখানে পার্টির সিদ্ধান্তের বাইরে অন্য কোনো ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ নেই।
সর্বোচ্চ আদালতের রায়ের পর শুক্রবারই পিএম হাউজে দলীয় বৈঠকে নওয়াজ শরীফ বলেন, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার ভাই শাহবাজ শরীফকে প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য তাকে অনেকে পরামর্শ দিয়েছেন। নওয়াজের এই প্রস্তাবের বিরোধিতা বৈঠকে কেউ করেননি।
সূত্র : ডন