পপুলার২৪নিউজ ডেস্ক :
বেলুচিস্তানের চমনের ফ্রন্টিয়ার কোরের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মেজর জেনারেল নাদিম আঞ্জম বলেন, রোববার পাক-আফগান বর্ডারে আফগান ফোর্সের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টা হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক।
সূত্র : ডন উর্দূ
চমনে মিডিয়ার সাথে প্রেস বিফ্রিংয়ের সময় তিনি বলেন, আমরা আফগানিস্তানের ক্ষয়ক্ষতির কারণে খুশি নই যেহেতু তারা আমাদের মুসলমান ভাই। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরোও বলেন, তারা (আফগানিস্তান) যদি দ্বিতীয়বার হামলার চেষ্টা করে তাহলে এর দিগুণ ক্ষয়ক্ষতির শিকার হবে। মেজর জেনারেল নাদিম আরোও বলেন, তারা (আফগান ফোর্স) বিনা উত্তেজনায় বেসামরিক অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছে, যখন সেখানে পাক সেনা বাহিনী আদম শুমারির কাজে নিয়োজিত ছিলো।
উল্লেখ্য, গতকাল শনিবার বেলুচিস্তানের চমন শহরে আফগান ফোর্সের গুলিবষণের কারণে নিরাপত্তাকর্মীসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।