স্পোর্টস ডেস্ক : বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করছেন শন টেইট। তবে এর মাঝেই বড় খবর পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার।
এক বছরের জন্য তাকে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত দায়িত্বে থাকবেন মোহাম্মদ ইউসুফ। এছাড়া প্রধান কোচ সাকলাইন মুশতাকের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
বিপিএলের শুরুতে টেইট বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ওটিস গিবসনের বিদায়ের পর থেকে তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।