পপুলার২৪নিউজ ডেস্ক:পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার সকালে কোয়েটা শহরের হাজারীগঞ্জ এলাকায় হাজারা সম্প্রদায়ের লোকজনদের লক্ষ্য করে এ বিস্ফারণ ঘটানো হয়। খবর ডন অনলাইনের।
ডিআইজি আবদুল রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে সাতজন হাজারা সম্প্রদায়ের। অন্যজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।
দেশটির পুলিশ জানায়, এ হামলায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
বেলুচিস্তানের প্রধানমন্ত্রী জাম কামাল এ হামলার নিন্দা জানিয়েছেন।
হাজারা সম্প্রদায়ের মানুষ বারবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজারা সম্প্রদায়ের ৫০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৭ জন।