স্পোর্টস ডেস্ক :
আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগেই জানা গিয়েছিল সেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে সম্প্রতি বিপত্তি বেঁধেছে তাদের মাটিতে ভারতের খেলতে না চাওয়ায়। এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে অনীহা ছিল বিসিসিআইয়ের। সে কারণে ইতোমধ্যে বিসিসিআই রোহিত-কোহলিদের ম্যাচ আয়োজনে আইসিসিকে হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। মূলত আয়োজক হিসাবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ খেলবে অন্য দেশে।
সেই দেশের সম্ভাব্য তালিকায় আছে দুবাই ও শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তানে যেতে রাজি নয় তারা। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। জানিয়েছেন ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ হিসেবে বলেন, পাকিস্তানে তাদের খেলোয়াড়রা নিরাপদ নয়।
ভারতের সাবেক এই অফস্পিনার বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’
পাকিস্তান ২০২৫ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক। সবশেষ ২০১৭ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। দিন দুয়েক আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল যে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যে আইসিসিকে হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক হিসেবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্যত্র খেলবে।
এর আগে ২০২৩ এশিয়া কাপের ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। সে কারণে পাকিস্তান আয়োজক হলেও, ফাইনালসহ টুর্নামেন্টের বড় সংখ্যক ম্যাচ লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হয়। এতে আয়োজকরা পুরোপুরি লাভবান হয়নি, এমনকি অভিযোগ ছিল এশিয়া কাপের লভ্যাংশ অর্থ ভাগাভাগি নিয়ে পিসিবি ও লঙ্কান বোর্ডের মধ্যে ঝামেলা হয়েছে।
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা।যেখানে আয়োজক পাকিস্তানসহ আটটি দেশ অংশগ্রহণ করবে। ইতোমধ্যে টুর্নামেন্টের খসড়া সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। তবে ভারতের চাওয়ামতো হাইব্রিড মডেল আনা হলে, নিশ্চিতভাবেই সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।