পাকিস্তানে আইএসবিরোধী বিশেষ অভিযান শুরু

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস দমনে আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় পাকিস্তান বিশেষ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র।

এ বিষয়ে সোমবার লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর জানান, আফগানিস্তানে আইএস জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। জঙ্গিরা যাতে পাকিস্তানে বিস্তারলাভ করতে না পারে সেজন্যেই বিশেষ এই অভিযান। তিনি আরো জানান, খাইবার ৪ নামের অভিযানটি খাইবারের রাজগাল উপত্যকায় চালানো হচ্ছে। অভিযানে বিমান বাহিনীর সহায়তাও নেয়া হয়েছে।

পাকিস্তানি সেনা মুখপাত্র লে. জেনারেল: আসিফ আরো বলেন, জঙ্গিদের দমনে এই অভিযানের প্রয়োজন হয়ে পড়েছিল। এছাড়া এই অভিযানের মাধ্যমে জঙ্গিদের বিস্তার রোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

ওই অঞ্চলে সক্রিয় আফগান ও পাকিস্তানী তালেবান জঙ্গিগোষ্ঠীর সাবেক সদস্যদের নিয়ে আইএস সংগঠিত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। লে: জেনারেল: আসিফ জানান, তাদের কোনোভাবেই যাতে বিস্তারের সুযোগ দেয়া না হয় সে ব্যাপারে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।  সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে
পরবর্তী নিবন্ধ২৫ বার পুলিশকে ভুয়া ফোন এরপর…