পাকিস্তান ‘জঙ্গিদের স্বর্গরাজ্য’, ট্রাম্পের বক্তব্যে নাখোশ পাকিস্তান!

পপুলার২৪নিউজ ডেস্ক :

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ‘জঙ্গিদের স্বর্গরাজ্য’ বলেছিলেন। সেই কারণে এবার মার্কিন কর্মকর্তাদের সরকারি সফর বাতিল করতে বলল পাকিস্তান সরকার।

ইসলামাবাদের পক্ষ থেকে হোয়াইট হাউসকে এখবর জানানো হয়েছে।পাকিস্তানের সংবাদপত্র ডন রবিবার এখবর জানিয়ে বলেছে, মার্কিন দূতাবাসের মুখপাত্র রিক সিনেলসিন এখবর চূড়ান্ত করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশ, পাকিস্তানে সরকারি সফরে আসার কথা ছিল অ্যালিস ওয়েলসের। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যকরী সহকারি সচিব। তাঁর সফর ‘সঠিক সময়’-এর জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে পাকিস্তান সরকার। করাচিতে ইমামিয়া স্টুডেন্ট অরগানাইজেশন (ISO) ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে করাচিতে প্রতিবাদ মিছিল করে। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ও কাঁদনে গ্যাস ছাড়তে হয়।

ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানকে নিয়ে বক্তব্যের পর ওয়েলস প্রথম উচ্চসারির মার্কিন অফিসার, যিনি পাকিস্তানে সরকারি সফরে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর যাওয়া পিছিয়ে গেল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, ওয়েলসের শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরেও যাওয়ার কথা। ইসলামাবাদ দাবি জানিয়েছে, ওয়েলসের সফর যেন পিছিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন মঙ্গলবার রাত ১০টায় শেষ
পরবর্তী নিবন্ধরায় শুনে কান্নায় ভেঙে পড়েন ধর্ষক ধর্মগুরু রাম রহিম