পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিমতীরে নতুন বসতি স্থাপন করতে যাচ্ছে দখলদার ইসরাইল।
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত এই এলাকায় ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল।
ইসরাইলের মন্ত্রিপরিষদের বৈঠকে বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হয়। খবর বিবিসির।
বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত নাবলুসের এমেক শিলো এলাকায় নতুন করে ইহুদি বসতি গড়ে তোলা হবে। এদিকে, ইসরাইলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য হানান আশরাবি বলেন, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের ঘোষণা এই অঞ্চলের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে।
১৯৬৭ সালে ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে অধিকৃত এলাকায় ১৪০টি অবৈধ বসতি স্থাপন করে ইসরাইল। এসব বসতিতে ৬ লাখেরও বেশি ইহুদি বসবাস করে আসছে।