পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই পা কাটা এক প্রতিবন্ধীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। খবর সিএনএন ও আল জাজিরা’র

ইসরাইলি সেনবাহিনী জানায়, শুক্রবার আড়াই হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করে। তারা পশ্চিম তীরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গাজায়ও প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। তারাও একইভাবে বিক্ষোভ করে। শুক্রবার জুমার নামাজের পর দশ হাজারের বেশি মুসলিম আল আকসা মসজিদে প্রার্থণা শেষে বিক্ষোভ করে।

তারা বিভিন্ন ব্যানারে ট্রাম্প বিরোধী স্লোগান লেখে এবং বিক্ষোভ করে। এই সময় ইসরায়েলি সেনাদের গুলিতে চারজন প্রাণ হারায়।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইয়াসের শুকর (২৩) এবং ইব্রাহিম আবু থারাইয়া (২৯) এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গাজার উত্তরে শুজাইয়ায় এবং ইব্রাহিম আবু থারাইয়াকে গাজার ইসরাইল সীমান্তে গুলি করে হত্যা করা হয়। ইব্রাহিম আবু থারাইয়ার দুই পা কাটা। ২০০৮ সালে ইসরাইলি বাহিনীর গুলিতে তার দুই পা হারায়। মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে আরো দুইজন মারা যায়। পূর্ব জেরুজালেমের আনাতা শহরে বাসেল মুস্তাফা মোহাম্মদ ইব্রাহিম (২৯) এবং মোহাম্মদ আমিন আকিলকে রামাল্লার কাছে আল বিরেহ শহরে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এক বিবৃতিতে বলেছেন, ১৯৬৭ সালের পূর্ব জেরুজালেমের সীমানায় কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রে সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসন সম্পূর্ণ শান্তি প্রক্রিয়ার বাইরে আছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধমাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত