পরোয়ানা ছাড়া গ্রেফতার না করতে ইসির নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:আদালতের পূর্বের গ্রেফতারি পরোয়ানা না থাকলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সব কিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলরের বাড়িতে স্কুলছাত্রীকে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধইভিএম থাক বা না থাক আ’লীগ নির্বাচনে থাকবে:  কাদের