বিনোদন ডেস্ক:
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত মুখোশ সিনেমাটি করোনা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে ছিল। কিন্তু নতুন করে আবারও আগামী ৪ মার্চ সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। বিষয়টি সিনেমার পরিচালক ইফতেখার শুভ তথ্যটি নিশ্চিত করেছেন।
পরিচালক ইফতেখার শুভ বলেন ‘গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল মুখোশ, তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। তবে আগামী ৪ মার্চ মুখোশের মুক্তির তারিখ ফাইনাল করেছি আমরা। আশা করছি সবাই সরকারি স্বাস্থ্য বিধি মেনে হলে এসে সিনেমাটি দেখবেন দর্শক। ’
কতটি হলে মুক্তি পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঠিক কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুখোশ সেটি ১৮ ফেব্রুয়ারি আমরা কনফার্ম করতে পারব।’
পরীমনি-রোশান, মোশাররফ ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরীসহ অনেকে।
‘মুখোশ’ সিনেমাটি পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।