পরাজিতদের মতামতও নেবেন আজাদ আবুল কালামরা

বিনোদন ডেস্ক:

‘যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো। তারপর তিন বছরের রূপরেখা তৈরি করবো’, বললেন সদ্য জয়ী অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম।

আগামীকাল সোমবার ডাকা হয়েছে সভা। সেখানে দিনক্ষণ নির্ধারণ করা হবে, কবে নতুন কমিটি শপথ নেবে। সেইসঙ্গে কমিটি গঠন করার পর তাদের পরিকল্পনা প্রসঙ্গেও আলোচনা হবে।

সংগঠনের নবনির্বাচিত কমিটি কোন কোন কাজকে আগে গুরুত্ব দিয়ে শুরু করবে? জাগো নিউজের এ প্রশ্নে অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘আমরা এখনো বসিনি। একক কোনো সিদ্ধান্তের ব্যাপার এটা নয়। আমরা ২১ জন মিলে বসে প্রথমে বুঝতে চেষ্টা করবো যে, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। সবার মতামত আছে এবং যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো। তারপর তিন বছরের রূপরেখা তৈরি করবো যে, আমরা কীভাবে আগাবো।’

তিন বছর মেয়াদের এই কমিটিতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। গতকাল শনিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূইঁয়া ও ফারুক আহমেদ।

তিন বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন সহসভাপতি আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন ও সুজাত শিমুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন, আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক সূচনা শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আর এ রাহুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম ও দপ্তর সম্পাদক হয়েছেন মাসুদ আলম তানভীর।

কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল অভিনয়শিল্পীদের মিলনমেলা। বিভিন্ন বয়সী শিল্পীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন। নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুরে ছিল বিরতি। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী, ভোটার সংখ্যা ৬৯৯।

পূর্ববর্তী নিবন্ধশেষে এসে জ্বলে উঠলো আর্সেনাল, অপেক্ষা বাড়ল লিভারপুলের
পরবর্তী নিবন্ধহলিউডে চমক, টম ক্রুজের সঙ্গী হাউস অব দ্য ড্রাগনের অভিনেত্রী