পবিত্র আশুরা মুসলিমদের জন্য তাৎপর্যময় দিন : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ), পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন।

ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখার জন্য তাদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক-এ প্রত্যাশা করি।

শুক্রবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। পবিত্র আশুরার এই দিনে আমি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি।

এছাড়া কারবালা প্রান্তরে শাহাদত বরণকারী সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনও করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশের ছয়টি স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধআর লকডাউন দেয়া উচিত হবে না : জি এম কাদের