পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৬০ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৬০ লক্ষ টাকার চেক ইসলামপুর ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন সরকারী ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সিনিয়র ডিএমডি মোঃ নওশের আলী নাঈম ও মোঃ হাবিবুর রহমান। নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠনে আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোঃ মোখলেছুর রহমান, এসজিএম মোঃ জাহিদুল আলম শামীম ও আবুল হাসেম মোল্লা, জিএম মোঃ রিয়াদ হোসেন সোহাগ ও এইচ এম ফরিদ হোসেন এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধসম্রাটের জামিন বাতিলের আবেদন শুনবেন হাইকোর্ট
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের এমডির শ্রদ্ধা