রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এতে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন।এ ব্যাপারে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে পদ্মার পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় পানি বৃদ্ধির গতি কিছুটা কমেছে।
এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে স্রোতের বেগ বেড়ে গেছে। যার কারণে ফেরিগুলো চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। ফলে ফেরির ট্রিপ কমে যাওয়ায় যানবাহনের চাপ কিছুটা বেড়ে গেছে।
এছাড়া বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, নৌরুটে ফেরি বহরের ১৬টির মধ্যে ৪টি ফেরি পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতে থাকায় ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। নদীর স্রোত কমে গেলে এবং সবগুলো ফেরি ট্রাফিকে যুক্ত হলে এই নৌরুটের ফেরি সার্ভিস স্বাভাবিক হবে।