জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: পদ্মার সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর ১০ম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসেছে।
বুধবার দুপুর ১২টার পর স্প্যানটি বসানো হয়। এর মধ্যদিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সকাল ৯টার দিকে ১৩ ও ১৪ নং খুঁটির সামনে চলে আসে। স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে নোঙ্গর করা হয়। তারপরই স্প্যানটি খুঁটিতে বসানো হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর মাধ্যমে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
এদিকে আর বাকি স্প্যানগুলো জাজিরা প্রান্তে বাসানো হয়েছে। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে।
এর আগে মাওয়া প্রান্তে একটি স্প্যান (স্প্যান ১-এফ) ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা হয়। সুবিধা মতো সময়ে সেটি ৬ ও ৭ নম্বর পিলারে বসানো হবে।
কনস্ট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়। পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসবে।