লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। গেল মৌসুমে ইউরোপের লিগগুলোতে খেলা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতলেন তিনি। এ নিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো এ পুরস্কার শোকেসে ভরলেন ছোট ম্যাজিসিয়ান।
২০১৭-১৮ মৌসুমে লা লিগায় ৩৪ গোল করেন মেসি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ গোল করেন সালাহ। মিসরীয় কিংয়ের চেয়ে মাত্র ২ গোল এগিয়ে ইউরোপসেরার পুরস্কার জেতেন আর্জেন্টাইন সুপারস্টার।
এ পুরস্কার জেতার ক্ষেত্রেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি। সমান চারবার করে এটি জিতে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তারা। এবার সিআর সেভেনকে ছাড়িয়ে চূড়ায় বসলেন ফুটবলের বরপুত্র।
ফের গোল্ডেন শু জিততে পেরে দারুণ উচ্ছ্বসিত মেসি। ৩১ বছর বয়সী ফুটবলার বলেন, আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন এসব জেতার চিন্তা-ভাবনা করিনি। ইতিমধ্যে অনেক কিছু পেয়েছি, অসংখ্য ট্রফি জিতেছি। তবে সত্যিই বলছি, এতটা কল্পনাও করিনি।