পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮.৪

জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে মৃদু থকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু জনজীবন। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি।

এদিকে কয়েকদিন ধরেই রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। বুধবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। সঙ্গে হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড় কাঁপানো শীতে দূর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার চলতি শীত মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রিয়। এর আগে গত ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ব্রিজে উল্টে গেল বাস, আহত ১৫
পরবর্তী নিবন্ধবিএনপি উপলব্ধি করছে তাদের চরম ভুল হয়েছে : হাছান মাহমুদ