নড়াইল প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে স্ত্রী মিতালী বেগমকে শ্বাস রোধ করে হত্যার দায়ে স্বামী ফারুক শেখকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সি এ রায় দেন। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারদণ্ড ও দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮মার্চ রাত ১১ টা থেকে ১২ টার মধ্যে স্বামী ফারুক শেখের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে নিজ বাড়িতে খুন হন গৃহবধূ মিতালী বেগম (২৫)। ওই ঘটনায় নিহত মিতালী বেগমের মামা ইকবাল সিকদার বাদী হয়ে স্বামী ফারুক শেখ, ভাসুর হারুন শেখ, ননদ মিনা বেগম ও শাশুড়ি আছিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নড়াইল জজ আদালতের পাবলিক
প্রসিকিউটর অ্যাড. ইমদাদ হোসেন বলেন, “আদালতে এ ঘটনা প্রমাণিত হওয়ায় স্বামী ফারুক শেখকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং বাকিদের খালাস প্রদান করেন। “