নড়াইলে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (১৭ জুলাই) সকালে তিনি তুলারামপুর মধ্যেপাড়া যুবসংঘের অফিস পরিদর্শন করেন ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচি শেষে ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সাথে তিনি সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তুলারামপুর মধ্যপাড়া যুবসংঘ ও সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল সিকদার সেতু, উপদেষ্টা মুন্না আজিজসহ যুব সংঘের সকল সদস্যবৃন্দ।

যুবসংঘের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। সেই সাথে তুলারামপুর ইউনিয়নের সকল প্রকার উন্নয়নমূলক কাজ ঈদগাহ ময়দান, খেলার মাঠ সংস্কার, রাস্তা-ঘাট, গভীর-অগভীর নলকূপসহ পর্যায়ক্রমে সব উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।

 

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী হয়ে পর্দায় আসছেন আফরান নিশো
পরবর্তী নিবন্ধআমি বছরে ১৯০০ কোটি টাকার বেশি আয় করতে পারি : পবন কল‌্যাণ