পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পংকজ কুমার সরকারকে পিটিয়েছে ওই কলেজের এক শিক্ষার্থী। ওই শিক্ষককে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইতনা কাজীপাড়া এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
দশম শ্রেণির বখাটে ওই শিক্ষার্থীর নাম পারভেজ। তার বাড়ি উপজেলার করফা গ্রামে।
এ বিষয়ে আহত শিক্ষক পংকজ কুমার সরকার জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণির কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার সময়ে শিক্ষার্থী পারভেজ অশোভন আচারণ করছিল। তার ধারাবাহিক বেয়াদবির কারণে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই তাকে একটি চড় মারি ও তিরস্কার করি। বিকেলে মোটরসাইকেলে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর করেছে। ঠেকাতে গিয়ে আমার স্ত্রী আরতি সরকার লাঞ্ছিত হয়েছেন। আরতি চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী জানান, ওই ছেলেটি বখাটে। ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করে। সে পড়াশোনা করে আসে না। অন্যদের সঙ্গে মারামারি করে। তার কারণে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। এ ঘটনার জন্য এলাকার শিক্ষকমহল অত্যন্ত ক্ষুব্ধ।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষককে লাঞ্ছিত করা এটা একটি কলঙ্কিত কাজ। এ ঘটনায় সোমবার রাতেই থানায় রাতেই মামলা গ্রহণ করা হয়েছে।