,পপুলার২৪নিউজ ডেস্ক :
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের অস্থায়ী একটি কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে কাঠমান্ডুর বিরাটনগরে অবস্থিত ওই কার্যালয়ের বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের কার্যালয়টির দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে। তবে এতে কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি।
ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নেপালের পুলিশ।
উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত। কার্যালয়টিতে এখনও কার্যক্রম চালু আছে।