নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে জয় দেখলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপটা রীতিমত দুঃস্বপ্নের মতো কাটছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। টানা তিন ম্যাচ হেরে বসেছিল তারা। অবশেষে হাসি ফুটেছে লঙ্কানদের মুখে।

নেদারল্যান্ডসকে ৫ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়ে এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

 

লখনৌতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। ইনিংসের ২ বল বাকি থাকতে তারা অলআউট হয় ২৬২ রানে।

একটা সময় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইবেন এনজেলব্রেখট আর লগান ফন বিক। সপ্তম উইকেটে ১৪৩ বলে ১৩০ রানের জুটি গড়েন তারা।

সাইবেন ৮২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৭০। ফন বিক ৭৫ বলে একটি করে চার-ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন।

দিলশান মাদুশঙ্কা ৪৯ রানে আর কাসুন রাজিথা ৫০ রানে নেন ৪টি করে উইকেট।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা আউট হন ৫২ বলে ৫৪ করে।

তবে সাদিরা সামারাবিক্রমার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা। ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রমা। এছাড়া চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৪৪ আর ধনঞ্জয়া ডি সিলভা ৩৭ বলে করেন ৩০ রান।

নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ৪৪ রান খরচায় নেন ৩টি উইকেট।

 

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য ছুড়ে দিলো দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধরামপালের ৩৩ হাজার টন কয়লা নিয়ে মোংলায় এমভি সাগরজিৎ