পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কায়েশ চৌধুরী হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান।
মামলায় সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ২৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সহোদর দুই ভাই হাবিবুর রহমান খসরু (পলাতক) ও কামরুজ্জামান কামরু, গোলাম ফারুক তানভীর।
মামলার বিবরণে জানা যায়, হাটনাইয়া গ্রামের কৃষক কায়েশ চৌধুরীকে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে আসামিরা বাড়ির অদূরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই নৃশংসভাবে খুন করে।
এ ঘটনার ২দিন পর কায়েশের ভাই মানিক চৌধুরী মোহনগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের ৬০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশীট প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইফুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী পীযুষ কুমার সাহা, শামছুদ্দিন ইলিয়াস ও রাসেল আহম্মদ খান।